রাজশাহীতে ১০জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- 327
অনলাইন ডেস্ক : রাজশাহীর সিপিএসসির একটি অপারেশন দল অভিযান চালিয়ে ৪ মাদক কারবারি ও ৬ মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল, ১২টি মোবাইলের সিমসহ গাজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মুনীম ফেরদৌস জানান, গ্রেপ্তার মাদক কারবারিরা হলো- মহানগরীর মতিহার থানার ডাসমারী এলাকার মৃত সাদেক আলীর ছেলে মো. হাসান আলী, মো. মন্টুর ছেলে মো. নান্নু, মৃত আবেদ আলীর ছেলে মো. মিলন আলী, চরশ্যামপুরের শ্যামল দাসের ছেলে শ্রী কমল দাস। এ ছাড়া মাদকসেবীরা হলো মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে মো. মিনারুল ইসলাম, মো. হাবিবের ছেলে মো. বাবু, মো. মাইনুল আলীর ছেলে মো. আসিফ আলী, মৃত হাসিলের ছেলে মো. ইউসূফ আলী, মৃত নওশাদ আলীর ছেলে মো. ইসলাম, মৃত হেদায়েতুল্লাহ শেখের ছেলে মো. জালাল উদ্দিন।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক জানান, গ্রেপ্তার মাদক কারবারি ও মাদকসেবীরা বিভিন্ন এলাকা থেকে এসে ডাসমারী এলাকায় একত্রিত ও মাদকসেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচারণ করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস