অনলাইন ডেস্ক : পাল্টেছে যুগ, বদলেছে প্রেক্ষাপট। একটা সময় মানুষ রেডিও কিংবা টেলিভিশনে গান শুনলেও বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব। সম্প্রতি শিল্পী বিশ্বাস তার নিচের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন তার নতুন একটি গান ‘রাগ কইরো না মনের মানুষ’।
ভালোবাসার মানুষের রাগ-অভিমান ভাঙানোর এই গান সময়ের সঙ্গে সঙ্গে বেশ সাড়া ফেলছে। গানটির ভিডিওতে মডেল হিসেবে ছিলেন নাফিসা নুসরাত প্রনমি ও জেরি।
গানটি প্রকাশের পর থেকে ধীরে ধীওে বাড়তে থাকে এর জনপ্রিয়তা। সম্প্রতি ৬০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে গানটি।
এই উপলক্ষে ১ মার্চ সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরায় জমকালো এক অনুষ্ঠানের আয়জোন করা হয়। এ সময় আনন্দের এই মুহূর্ত ও গানের সাফল্য নিয়ে কথা বলেন এই গানের কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস।
তিনি বলেন, ‘প্রথমত বলব এত মিলিয়ন মিলিয়ন ভিউস নিজস্ব চ্যানেলে আমি আশাও করতে পারিনি। যেখানেই যাচ্ছি এই গানটি করতে হচ্ছে। আমার মেয়ে৷ এ ইউটিউব চ্যানেলটি খুলে দিয়েছিল। হঠাৎ এভাবে সাপোর্ট পাবো জানা ছিলো না। কিন্তু গানটি দর্শকের মন ছুয়েছে এটায় বিশাল ব্যাপার। ‘
এই গানটিকে নিজেদের সাবলিল অভিনয়ের মধ্য দিয়ে আরো বেশি প্রানবন্ত করে তুলেছেন গানের মডেল প্রনমি ও জেরি।
মডেল প্রনমি বলেন, গানটি শুনছে এবং মানুষ ভালোবাসা দিচ্ছে। এ ব্যাপারটি অসংখ্য বড় একটি অনুভূতি যা বলে প্রকাশ করার মত নয়। আমার প্রথম গান কালাচাঁন সেই ভিডিওটি প্রথম পছন্দ করেছিল। দ্বিতীয়টি হল ‘রাগ করোনা মনের মানুষ’ এই গানটিও সবার পছন্দ করেছে। পরপর দুটি গানই এত সুন্দর করে গ্রহণ করেছে আমার আশাছিলোনা। আর দিতেও গানটি ৬০ অধিক মিলিয়ান হয়েছে এজন্য আমি অত্যন্ত খুশি প্রকাশ।
জেরি জানান, ‘২০২৪ সালে এই গানটি আমার জন্য সবচেয়ে বড় অউটপুট এবং এচিভমেন্ট। আমরা কিন্তু অনেক ধরনের মজার গান করতে পারি, টিকটিক বানাতে পারি এবং রিলস বানিয়ে ছাড়তে পারি। কিন্তু এই গানটি কোন প্রস্তুতি ছাড়াই এতটি সাপোর্ট পাবো ধারণা করতে পারিনি। সামনে আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে শ্রোতাদের মন ছুঁয়ে দেওয়ার ইচ্ছা আছে। ‘
এছাড়াও গানটি লিখেছেন গীতিকার ও সুরকার কাব্যিক পলাশ। পাশাপাশি এদিন কেক কেটে শিল্পী বিশ্বাস ও গানটির কলাকুশলিদের নিয়ে দিনটিকে জাকজমকভাবে উদযাপন করেন।