অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো শুক্রবার (৮ মার্চ) একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছে যা সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হয়েছে।পাইলট, ফার্স্ট অফিসার, কেবিন ক্রু এবং এমন কীকি ফ্লাইটে নিয়োজিত সমস্ত গ্রাউন্ড স্টাফ ছিলেন নারী।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানিয়েছেন, ঢাকা-দাম্মাম রুটে বিজি-৩৪৯ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর আড়াইটায় ছেড়ে যায়।বিমানের নারী ফ্লাইট ব্রিফিং অফিসাররা ফ্লাইটের সমস্ত ক্রু সদস্যদেরও ব্রিফ করেন।
বিমান সূত্র জানায়, ক্যাপ্টেন আলিয়া মান্নান পাইলট ইন কমান্ড এবং ফারিহা তাবাসসুম ছিলেন ফ্লাইটের প্রথম কর্মকর্তা। বিমানের কর্মকর্তারা জানান, জাতীয় পতাকাবাহী বিমানে নারী কর্মকর্তা-কর্মচারীরা পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমানভাবে দায়িত্ব পালন করেন। ফ্লাইটটিকে তার নারী কর্মচারীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন একটি ব্যতিক্রমী উদ্যোগ উল্লেখ করে বিমানের এমডি শফিউল আজিম জানিয়ে্যেছন, সরকার নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বিমান সূত্র জানায়, এয়ারলাইন্সে ১৫ জন নারী পাইলট রয়েছেন। বিমানের একজন প্রশিক্ষিত এবং দক্ষ ৩৪৫ জন নারী কেবিন ক্রু রয়েছে।