অনলাইন ডেস্ক : খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১০ মার্চ) দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রতি মাসে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতেন তিনি। এক মাস আগে হঠাৎ ব্রেনস্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালের আইসিইউ বিভাগের ৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা গ্রামে। তিনি দীর্ঘদিন খুলনায় বসবাস করতেন। খুলনা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন। খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন রেজা জানান, রোববার বাদ আছর সাংবাদিক একে হিরুর জানাজা নামাজ খুলনা প্রেস ক্লাবের ব্যাঙ্কওয়েট হলে অনুষ্ঠিত হবে। রাতে নিরালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।