ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দলীয় প্রার্থীতা নিশ্চিত, আবারও লড়ছেন বাইডেন ও ট্রাম্প  : মিডিয়া

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 47

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলীয় প্রার্থিতা পেতে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তারা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী  ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১২ মার্চ) ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে তাদের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য পর্যাপ্ত প্রতিনিধি ভোটে জিতেছেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এই দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সম্মতি পেলেন এবং মার্কিন ইতিহাসে সাধারণ নির্বাচনের দীর্ঘতম একটি প্রচারণায় যোগ দিচ্ছেন তারা। 

এর আগে, ২০২০ সালে রিপাবলিকান পার্টির ট্রাম্পকে হারিয়েই প্রেসিডেন্ট হয়েছিলেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন। ফলে এবার প্রতিশোধ নেয়ার শেষ সুযোগ পেলেন ট্রাম্প।  

আগামী নভেম্বরেই ভোটের মাঠে মুখোমুখি হচ্ছেন দুই মার্কিন নেতা, এমনটা হলে গেলো ৭০ বছরের মধ্যে প্রেসিডেন্ট পদে দেশটিতে এই প্রথম সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্টের মধ্যে নির্বাচনী লড়াই হবে এটি।

গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের তথ্য বলছে, দলীয় মনোনয়ন নিশ্চিত করতে বাইডেনের জন্য প্রয়োজন ছিলো এক হাজার ৯৬৮ প্রতিনিধির সমর্থন। জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে (প্রাথমিক বাছাইয়ের ভোট) মঙ্গলবার রাতে যথেষ্টসংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি।

এদিকে গেলো সপ্তাহে ‘সুপার টুয়েসডে’তে অনুষ্ঠিত ভোটাভুটিতে ট্রাম্প ১৫ অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতেই জিতেন। ফলে ট্রাম্পের কাছে পরাজিত হয়ে ভোটের মাঠ ছাড়েন রিপাবলিকান পার্টির আরেক প্রতিদ্বন্দ্বী ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার জন্য বাইডেন এবং ট্রাম্প দু’জনকেই গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ট্যাগস

উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে

দলীয় প্রার্থীতা নিশ্চিত, আবারও লড়ছেন বাইডেন ও ট্রাম্প  : মিডিয়া

আপডেট সময় ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলীয় প্রার্থিতা পেতে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তারা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী  ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১২ মার্চ) ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে তাদের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য পর্যাপ্ত প্রতিনিধি ভোটে জিতেছেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এই দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সম্মতি পেলেন এবং মার্কিন ইতিহাসে সাধারণ নির্বাচনের দীর্ঘতম একটি প্রচারণায় যোগ দিচ্ছেন তারা। 

এর আগে, ২০২০ সালে রিপাবলিকান পার্টির ট্রাম্পকে হারিয়েই প্রেসিডেন্ট হয়েছিলেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন। ফলে এবার প্রতিশোধ নেয়ার শেষ সুযোগ পেলেন ট্রাম্প।  

আগামী নভেম্বরেই ভোটের মাঠে মুখোমুখি হচ্ছেন দুই মার্কিন নেতা, এমনটা হলে গেলো ৭০ বছরের মধ্যে প্রেসিডেন্ট পদে দেশটিতে এই প্রথম সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্টের মধ্যে নির্বাচনী লড়াই হবে এটি।

গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের তথ্য বলছে, দলীয় মনোনয়ন নিশ্চিত করতে বাইডেনের জন্য প্রয়োজন ছিলো এক হাজার ৯৬৮ প্রতিনিধির সমর্থন। জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে (প্রাথমিক বাছাইয়ের ভোট) মঙ্গলবার রাতে যথেষ্টসংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি।

এদিকে গেলো সপ্তাহে ‘সুপার টুয়েসডে’তে অনুষ্ঠিত ভোটাভুটিতে ট্রাম্প ১৫ অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতেই জিতেন। ফলে ট্রাম্পের কাছে পরাজিত হয়ে ভোটের মাঠ ছাড়েন রিপাবলিকান পার্টির আরেক প্রতিদ্বন্দ্বী ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার জন্য বাইডেন এবং ট্রাম্প দু’জনকেই গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।