অনলাইন ডেস্ক : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, রমজান উপলক্ষে জেলা আওয়ামী লীগ কোনো ইফতার পার্টির আয়োজন করবে না। ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। এ সময় অন্য সকল সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিও তিনি একই আহ্বান জানান।
রবিবার (১৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ও ড্রিম ফর ডিজএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ভোরে মন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ত্রাণ বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তারা।