ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সার্ভার জটিলতায় শত শত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • 57
অনলাইন ডেক্স : সার্ভার জটিলতায় আটকে আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা। চলতি মাসের ১৯ দিন পার হলেও এখনো বেতন পাননি তারা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষকরা। তবে কতৃপক্ষের দাবি সার্ভার এর সমস্যার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। লছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার। তিনি বলেন, ‘আমাদের বেতন হয় মাসের প্রথম সপ্তাহে। তবে এবার ১৯ তারিখ পার হলেও বেতন পাইনি। পরে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন, ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কিত কিছু ঝামেলা হয়েছে। এজন্য বেতন পেতে বিলম্বিত হচ্ছে।’ শিক্ষক শামসুন নাহার বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। এজন্য ওভাবে অভাব-অনটন বুঝতে পারিনি। তবে অনেকে প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন। একেতো রমজান মাস। ভোগান্তিতো হবেই।’
কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, ‘মাসের ১৭ দিন পার হলো তবুও বেতন আসেনি। সরকারি চাকরিতে মূলত এমন হয়না। তাই শিক্ষা অফিসে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন, আমাদের শিবগঞ্জ আর বগড়া শিবগঞ্জ নিয়ে সার্ভারে কিছু একটা ঝামেলা হয়েছে। তাই বেতন আসছে না। পরে নাকি মন্ত্রণালয়ে যোগাযোগ করে সমস্যর সমাধান করা হয়েছে।’
শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার সিংহ বলেন, সার্ভার জটিলতায় মূলত সমস্যা হয়েছিল। এরইমধ্যে আমরা সমস্যার সমাধান করেছি। আশা করছি, আগামী দু-তিনদিনের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা চলে আসবে। উপজেলায় ২৪১টি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকতা মোঃ জেসের আলি জানান বিষয়টি উর্ধতন কর্মকর্তা জানানো হয়েছে। সার্ভার এর জটিলতা ২/১ দিনের মধ্যে কেটে যাবে। তিনি আরও বলেন আশা করছি অচিরেই শিক্ষকগন বেতন পেয়ে যাবেন।

 

ট্যাগস

উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে

সার্ভার জটিলতায় শত শত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি

আপডেট সময় ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
অনলাইন ডেক্স : সার্ভার জটিলতায় আটকে আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা। চলতি মাসের ১৯ দিন পার হলেও এখনো বেতন পাননি তারা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষকরা। তবে কতৃপক্ষের দাবি সার্ভার এর সমস্যার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। লছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার। তিনি বলেন, ‘আমাদের বেতন হয় মাসের প্রথম সপ্তাহে। তবে এবার ১৯ তারিখ পার হলেও বেতন পাইনি। পরে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন, ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কিত কিছু ঝামেলা হয়েছে। এজন্য বেতন পেতে বিলম্বিত হচ্ছে।’ শিক্ষক শামসুন নাহার বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। এজন্য ওভাবে অভাব-অনটন বুঝতে পারিনি। তবে অনেকে প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন। একেতো রমজান মাস। ভোগান্তিতো হবেই।’
কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, ‘মাসের ১৭ দিন পার হলো তবুও বেতন আসেনি। সরকারি চাকরিতে মূলত এমন হয়না। তাই শিক্ষা অফিসে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন, আমাদের শিবগঞ্জ আর বগড়া শিবগঞ্জ নিয়ে সার্ভারে কিছু একটা ঝামেলা হয়েছে। তাই বেতন আসছে না। পরে নাকি মন্ত্রণালয়ে যোগাযোগ করে সমস্যর সমাধান করা হয়েছে।’
শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার সিংহ বলেন, সার্ভার জটিলতায় মূলত সমস্যা হয়েছিল। এরইমধ্যে আমরা সমস্যার সমাধান করেছি। আশা করছি, আগামী দু-তিনদিনের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা চলে আসবে। উপজেলায় ২৪১টি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকতা মোঃ জেসের আলি জানান বিষয়টি উর্ধতন কর্মকর্তা জানানো হয়েছে। সার্ভার এর জটিলতা ২/১ দিনের মধ্যে কেটে যাবে। তিনি আরও বলেন আশা করছি অচিরেই শিক্ষকগন বেতন পেয়ে যাবেন।