ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে প্রথম বারের মতো ঢাকা যাচ্ছে যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 53

অনলাইন ডেস্ক :   যশোরের বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো ঢাকা যাচ্ছে যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বেনাপোল রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেল সূত্রে জানা যায়, বেনাপোল রেলস্টেশন থেকে সাড়ে ৩০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। যাত্রা পথে যশোরসহ আরও কয়েকটি স্টেশন থেকে যাত্রী উঠে। বেনাপোলের আমড়াখালি গ্রামের বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, ‘ঢাকায় যাওয়ার কথা ছিল আরও তিন দিন আগে। শুধু পদ্মা সেতু হয়ে ট্রেনে ঢাকায় যাব, এজন্য এতদিন দেরি করেছি। অবশেষে আজ (বৃহস্পতিবার) ঢাকায় যাচ্ছি। অনেক ভালো লাগছে।’ কলেজ শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ‘ঢাকায় আমার তেমন কোনো কাজ নেই। তবুও ইতিহাসের সাক্ষী হতে বেনাপোল এক্সপ্রেসের প্রথম যাত্রায় সহযাত্রী হলাম।’

বেনাপোল রেল স্টেশনের সেকেন্ড মাস্টার জাকির হোসেন বলেন, ‘ছেড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে রাত পৌনে ৯টার দিকে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটিতে আগের চেয়ে অনেক সময় কম লাগবে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। প্রথমবারের মতো বেনাপোল এক্সপ্রেসের এ যাত্রায় যাত্রীরা অনেক আগ্রহ নিয়ে ভ্রমণ করছেন।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ মে সকাল ১১টায় বঙ্গবাজার বিপনী বিতান নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে প্রথম বারের মতো ঢাকা যাচ্ছে যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস

আপডেট সময় ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :   যশোরের বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো ঢাকা যাচ্ছে যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বেনাপোল রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেল সূত্রে জানা যায়, বেনাপোল রেলস্টেশন থেকে সাড়ে ৩০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। যাত্রা পথে যশোরসহ আরও কয়েকটি স্টেশন থেকে যাত্রী উঠে। বেনাপোলের আমড়াখালি গ্রামের বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, ‘ঢাকায় যাওয়ার কথা ছিল আরও তিন দিন আগে। শুধু পদ্মা সেতু হয়ে ট্রেনে ঢাকায় যাব, এজন্য এতদিন দেরি করেছি। অবশেষে আজ (বৃহস্পতিবার) ঢাকায় যাচ্ছি। অনেক ভালো লাগছে।’ কলেজ শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ‘ঢাকায় আমার তেমন কোনো কাজ নেই। তবুও ইতিহাসের সাক্ষী হতে বেনাপোল এক্সপ্রেসের প্রথম যাত্রায় সহযাত্রী হলাম।’

বেনাপোল রেল স্টেশনের সেকেন্ড মাস্টার জাকির হোসেন বলেন, ‘ছেড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে রাত পৌনে ৯টার দিকে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটিতে আগের চেয়ে অনেক সময় কম লাগবে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। প্রথমবারের মতো বেনাপোল এক্সপ্রেসের এ যাত্রায় যাত্রীরা অনেক আগ্রহ নিয়ে ভ্রমণ করছেন।’