ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কেসিসির প্যানেল মেয়র নির্বাচিত হলেন যারা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • 170

অনলাইন ডেস্ক :   খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র নির্বাচনে ১ নম্বর সদস্য হিসেবে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহম্মেদ, ২ নম্বর সদস্য হিসেবে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও ৩ নম্বর সদস্য হিসেবে সংরক্ষিত ওয়ার্ড নম্বর ৫-এর কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে শুনু পুনরায় ও অপর দুজন এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।

খুলনা সিটি করপোরেশন আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী প্যানেল মেয়র নির্বাচনের জন্য গত ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিল করা হয় ৩১ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ তারিখ ছিল বৃহস্পতিবার (২ নভেম্বর)। তিনজন প্রার্থী ছাড়া অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশনার কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এদিন উল্লিখিত তিনজন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সহকারী রিটার্নিং অফিসার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান প্রিসাইডিং অফিসার ও চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইশরাকের নিঃশর্ত মুক্তি চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কেসিসির প্যানেল মেয়র নির্বাচিত হলেন যারা

আপডেট সময় ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :   খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র নির্বাচনে ১ নম্বর সদস্য হিসেবে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহম্মেদ, ২ নম্বর সদস্য হিসেবে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও ৩ নম্বর সদস্য হিসেবে সংরক্ষিত ওয়ার্ড নম্বর ৫-এর কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে শুনু পুনরায় ও অপর দুজন এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।

খুলনা সিটি করপোরেশন আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী প্যানেল মেয়র নির্বাচনের জন্য গত ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিল করা হয় ৩১ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ তারিখ ছিল বৃহস্পতিবার (২ নভেম্বর)। তিনজন প্রার্থী ছাড়া অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশনার কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এদিন উল্লিখিত তিনজন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সহকারী রিটার্নিং অফিসার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান প্রিসাইডিং অফিসার ও চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন।