ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর অপকর্মের দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • 10
অনলাইন ডেস্ক : আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদার নিজেকে নির্দোষ দাবি করলেও স্বামীর অপকর্মের দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।  রবিবার ডিবি কার্যালয়ে মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ শেষে এ কথা জানান ডিবিপ্রধান। তিনি বলেন, আমরা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করছি, তার অপরাধ কার্যক্রম সম্পর্কে আজ তার স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবকিছু জেনেও পুলিশকে জানাননি তিনি। মিডিয়াকেও কিছু বলেননি।
তিনি বলেন, মিল্টন বিভিন্ন যায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধি ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতেন। তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।
এদিকে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করা হয়েছে। দুপুর ১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়। সেই পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।
মিঠু হালদার গ্রেপ্তার হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে, আরও জিজ্ঞাসাবাদ করব। মিল্টনের রিমান্ড শেষ হয়েছে। আবারো রিমান্ড চাইব। ৯০০ লোকের প্রাণ কীভাবে গেলো? হাসপাতালে নেননি, ডেথ সার্টিফিকেটও নেননি, থানা পুলিশকে অবহিত করেননি। আবার ৯০০ লোকের প্রাণ যাওয়ার যে কথা তিনি বলেছেন, সেগুলো আদৌ সত্য কি না, সত্য হলে কি করেছেন? সব তদন্তে নিয়ে আসব। এই আশ্রমের সঙ্গে আরও যারা যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 
এর আগে সকালে ডিবি কার্যালয়ে আসেন স্ত্রী মিঠু হালদার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদ্দার যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন, সেখানকার বিভৎস্যজনক ছবি স্ত্রী মিঠু হালদারকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। 
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন : দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে

স্বামীর অপকর্মের দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

আপডেট সময় ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
অনলাইন ডেস্ক : আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদার নিজেকে নির্দোষ দাবি করলেও স্বামীর অপকর্মের দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।  রবিবার ডিবি কার্যালয়ে মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ শেষে এ কথা জানান ডিবিপ্রধান। তিনি বলেন, আমরা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করছি, তার অপরাধ কার্যক্রম সম্পর্কে আজ তার স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবকিছু জেনেও পুলিশকে জানাননি তিনি। মিডিয়াকেও কিছু বলেননি।
তিনি বলেন, মিল্টন বিভিন্ন যায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধি ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতেন। তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।
এদিকে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করা হয়েছে। দুপুর ১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়। সেই পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।
মিঠু হালদার গ্রেপ্তার হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে, আরও জিজ্ঞাসাবাদ করব। মিল্টনের রিমান্ড শেষ হয়েছে। আবারো রিমান্ড চাইব। ৯০০ লোকের প্রাণ কীভাবে গেলো? হাসপাতালে নেননি, ডেথ সার্টিফিকেটও নেননি, থানা পুলিশকে অবহিত করেননি। আবার ৯০০ লোকের প্রাণ যাওয়ার যে কথা তিনি বলেছেন, সেগুলো আদৌ সত্য কি না, সত্য হলে কি করেছেন? সব তদন্তে নিয়ে আসব। এই আশ্রমের সঙ্গে আরও যারা যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 
এর আগে সকালে ডিবি কার্যালয়ে আসেন স্ত্রী মিঠু হালদার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদ্দার যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন, সেখানকার বিভৎস্যজনক ছবি স্ত্রী মিঠু হালদারকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।