ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন : নাটোরের ৩ উপজেলা ভোটকেন্দ্রের উপকরণ হস্তান্তর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • 6

সিনিয়র রিপোর্টার : আগামীকাল অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের তিন উপজেলার ৩০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদে উপজেলার ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণের এসব সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। অনুরুপভাবে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৩টি কেন্দ্র এবং নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪টি কেন্দ্রের জন্যে নির্ধারিত সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চলছে।

জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০২টি ভোটকেন্দ্রে ৩০২ জন প্রিজাইডিং অফিসার স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহযোগে ভোটগ্রহণ উপকরণ গ্রহণ করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, উপজেলা থেকে ব্যালেট পেপার ছাড়া ভোটগ্রহণের সকল উপকরণ হস্তান্তর  করা হচ্ছে। কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য এবং ভোটগ্রহণের কর্মকর্তারা এসব উপকরণাদি ও সারঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছে। আগামীকাল উপজেলা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকল কেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছানো হবে। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ মে সকাল ১১টায় বঙ্গবাজার বিপনী বিতান নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উপজেলা নির্বাচন : নাটোরের ৩ উপজেলা ভোটকেন্দ্রের উপকরণ হস্তান্তর

আপডেট সময় ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

সিনিয়র রিপোর্টার : আগামীকাল অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের তিন উপজেলার ৩০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদে উপজেলার ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণের এসব সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। অনুরুপভাবে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৩টি কেন্দ্র এবং নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪টি কেন্দ্রের জন্যে নির্ধারিত সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চলছে।

জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০২টি ভোটকেন্দ্রে ৩০২ জন প্রিজাইডিং অফিসার স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহযোগে ভোটগ্রহণ উপকরণ গ্রহণ করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, উপজেলা থেকে ব্যালেট পেপার ছাড়া ভোটগ্রহণের সকল উপকরণ হস্তান্তর  করা হচ্ছে। কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য এবং ভোটগ্রহণের কর্মকর্তারা এসব উপকরণাদি ও সারঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছে। আগামীকাল উপজেলা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকল কেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছানো হবে।