সিনিয়র রিপোর্টার
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে ডিবির সহায়তায় গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) রাত ১২টায় ভাটারা থানার প্রগতি সরণিতে অবস্থিত গান বাংলা টেলিভিশন এর কার্যালয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কৌশিক হোসেন তাপস বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি। গত (১৮ জুলাই) উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরে অবস্থিত আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ইশতিয়াক মাহমুদ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ভিকটিম ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে গত (২৯ অক্টোবর) উত্তরা পূর্ব থানায় একটি মামলা রুজু করেন। কৌশিক হোসেন তাপস এই মামলার এজাহারনামীয় আসামি।
তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১২টা ৫মিনিটে ভাটারা থানার প্রগতি সরণির গান বাংলা টেলিভিশন এর কার্যালয়ে ডিবির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।